গত উইকিবার্তায় আপনাদেরকে উইকিউপাত্তের অসংখ্য উপকার নিয়ে জানিয়েছিলাম। কিন্তু ওটার লেখার পরে মনে হল, যদি ওসব উপকার নিয়ে কিছু না দেখাই তাহলে সেগুলো আসলে বোঝা যাবে না। এই বৃহৎ মুক্ত জ্ঞানভাণ্ডার থেকে, যাতে ৭ কোটি বিশদ স্বতন্ত্র বস্তু রয়েছে, তা থেকে কীভাবে সহজে তথ্য পাওয়া যাবে? আমাদের সাহায্য করার জন্য কি কোন সরঞ্জাম রয়েছে?
এই বিষয়ে কথা বলতে গেলে চলে আসে উইকিউপাত্তের কোয়েরি সেবার কথা (query.wikidata.org)। সে সেবা দিয়ে একটি কোয়েরি ভাষার (স্পার্কল/SPARQL) মাধ্যমে সরল বা জটিল যেকোন বিষয় জিজ্ঞাসা করা যেতে পারে। লেখার পর সংক্ষিপ্ত ইউআরএল তৈরি করে তার ফলাফল দ্রুত করে প্রচার করা যায়।
কিছুটা উদাহরণ দিয়ে এই সেবার যোগ্যতা একটু দেখাই।
- প্রথমে ধরে নিন যে বরিশাল বিভাগের প্রত্যেকটি স্থান যেটা আদমশুমারিতে উল্লেখ করা হয়েছে সেগুলোর একটি তালিকা বানাতে চান।
- এটি মাত্র এক লাইনের স্পার্কল কোয়েরি দিয়ে বের করা যাবে: https://w.wiki/EZL
কিন্তু অবশ্য নাম না থাকলে সব আইটেমের শনাক্ত করে ভালো মত বোঝা যায় না। সেক্ষেত্রে মাত্র আরেকটা লাইন দিয়ে তাদের লেবেল (সাধারণত শিরোনাম) বের করা যায়। এই উদাহরণে ইংরেজি লেবেলসহ তা দেখানো হয়েছে: https://w.wiki/EZK - যদি অন্য ভাষায় লেবেল দেখতে চান, শুধু ভাষার কোডটা বদলাতে হবে (যেমন “en”—ইংরেজি—থেকে “bn”—বাংলা): https://w.wiki/EZJ
- এবার যদি এই তালিকা দিয়ে সেসব স্থানের আরও তথ্য চান, সেগুলো আনতে কোয়েরিতে অত পরিবর্তন করতে হবে না। https://w.wiki/EZH
আচ্ছা, এখন এই সাধারণ তালিকা কি একটি আকর্ষণীয় জিনিস হল? এসব স্থানগুলো ভৌগোলিক বস্তু দিয়ে; আমরা নিশ্চয় একটা মানচিত্র বানিয়ে দেখাতে পারি না?
- এখানে আসে কোয়েরি সেবার বিভিন্ন দৃশ্য, যার প্রথমটা দেখাচ্ছি মানচিত্র: https://w.wiki/EZR
- এখানে প্রত্যেকটি লাল বিন্দু হচ্ছে একটি স্থান। কিন্তু অবশ্য এই তালিকাতে বিভিন্ন ধরনের স্থান আছে—যেমন জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, ইত্যাদি—আর সে জন্য পার্থক্য দেখতে পারলে ভালো হত?। সেক্ষেত্রে মানচিত্র দিয়ে স্থানের পার্থক্য সরাসরি দেখা যায় এবং এক ধরনের স্থানগুলো বাছাই করতে পারেন: https://w.wiki/EZS
- এ ছাড়া যেসব পরিসংখ্যান তালিকায় দেখানো হলো সেসব সংখ্যাগুলো মানচিত্রে দেখানো যায়: https://twitter.com/wikidatabangla/status/1206091516667736064
এবং এটা মাত্র একটা দৃশ্য দেখালাম। কোয়েরি সেবা দিয়ে অন্যান্য ভাবে তথ্য দেখানো যায়। ভৌগোলিক বস্তু ছাড়া অন্য রকম বস্তু নিয়ে কিছু তদন্ত করা যায়।
যদি বিভিন্ন ঘটনার বা মেয়াদের সময়রেখা দেখতে চান, তবে শুরুর/শেষের সময় বের করে তা দেখানো যায়, যেমন বাংলাদেশের প্রধান বিচারপতিগণ: https://www.facebook.com/wikidatabangla/posts/130514475059068
এমনকি কোন নেটওয়ার্ক কতটা বড় তা ব্যাপার নয়, কোয়েরি সেবা দিয়ে তা দেখানো যায়, যেমন মীর জাফরের বংশ বৃক্ষ: https://twitter.com/wikidatabangla/status/1205366740848402432
কয়েকটি বিরল দৃশ্য দিয়ে কোয়েরি সেবার ফলাফলের জিনিস দেখতে পারেন। বুদ্বুদ চিত্রলেখ দিয়ে একটি গণনার ফলাফল দেখানো যাক, এখানে সংখ্যাটি যতটা বড়, ওই বুদ্বুদ ততটা বড় হয় যা কিনা সংখ্যাকে প্রতিনিধি করে: https://www.facebook.com/wikidatabangla/posts/130513898392459
এবং একটি বৃক্ষ মানচিত্র দিয়ে একটি গঠন দেখানো যাক, যেমন জেলা অনুযায়ী ১০ম জাতীয় সংসদের সদস্য: https://twitter.com/wikidatabangla/status/1197031819708899328
গত উইকিবার্তায় আপনাদেরকে জানিয়েছিলাম যে উইকিউপাত্ত বাংলার সামাজিক মাধ্যমে (ফেসবুকে ও টুইটারে) অন্যান্য কোয়েরি পাবেন; পহেলা নভেম্বরের শুরু থেকে প্রতিদিন একটা করে পোস্ট করা হচ্ছে। সেগুলো পছন্দ বা অনুসরণ করলে বাংলার অন্যান্য নতুন তথ্য ও দৃশ্য পাবেন।
আশা করি যে অদূর ভবিষ্যতে উইকিউপাত্তের কোয়েরি সেবা নিয়ে ভূমিকা ভিডিও বানাতে পারব, যেখানে আপনাদেরকে কিভাবে আরও জটিল কোয়েরি তৈরি করতে হয় তা আরো ভালো করে দেখাতে পারব।
লেখক: মাহির মোরশেদ, উইকিমিডিয়া প্রকল্পে অবদানকারী ও উইকিউপাত্তের একজন প্রশাসক।