উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে যাঁরা কাজ করেন তাঁদের জন্য আরো সুন্দর ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরির লক্ষ্যে বৈশ্বিক একটি ‘নৈতিক দিকনির্দেশনা’ বা ‘বৈশ্বিক আচরণবিধি নির্দেশনা’ প্রস্তুত করা হচ্ছে। বর্তমানে সকল সম্প্রদায়ের কাছ থেকে এ সংক্রান্ত মতামত নেওয়া হচ্ছে। বৈশ্বিক বিভিন্ন নীতিমালা তৈরিতে দেখা যায় প্রায় সময়ই ইংরেজিরমত বড় উইকি প্রকল্পের ব্যবহারকারীরাই মতামত দিয়ে থাকেন। সেক্ষেত্রে ছোট সম্প্রদায় বা বাংলার মত উদীয়মান বিভিন্ন সম্প্রদায়ের সদস্যগণের মতামত সেগুলোতে ফুটে উঠে না। কিন্তু সকলের অংশগ্রহণ সুনিশ্চিত করার জন্য এবার স্থানীয়ভাবে বাংলাতে আলোচনা চলছে, যেন সবাই নিজ নিজ মতামত দিতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে।

বর্তমানে স্থানীয়ভাবে কোন কোন উইকিপিডিয়াতে ভদ্রতা, আস্থা রাখুন, কোনো আইনি হুমকি নয়সহ এধরণের কিছু আচরণবিধি নীতিমালা আছে। এই আলোচনার উদ্দেশ্য হলো, স্থানীয় নীতির সাথে সাথে বৈশ্বিক একটি দিকনির্দেশনা তৈরি যা সব প্রকল্পের জন্য প্রযোজ্য। মানুষের আচরণ কেমন হবে সেটি আসলে ঠিক দিকনির্দেশনা বা নীতিমালার মধ্যে রাখা যদিও সম্ভব না, তবে প্রতিনিয়ত যে পরিস্থিতি যেমন, হয়রানিমূলক বার্তা, ধ্বংসপ্রবণতা, স্প্যামিং, অর্থের বিনিময়ে সম্পাদনা, ব্যবহারকারীদের পরস্পরের মধ্যে উত্তপ্ত আলোচনা – ইত্যাদি বিষয়গুলোর জন্য কমপেক্ষ একটি বৈশ্বিক দিকনির্দেশনা প্রয়োজন। এই আচরণবিধি নির্দেশনা তৈরির উদ্দেশ্য হলো যাতে উইকিমিডিয়া প্রকল্পে যাঁরাই অবদান রাখবেন তাঁরা সকলেই এই বিষয়গুলো মেনে চলবেন।

আশা করা যাচ্ছে পরবর্তীতে এ আচরণবিধির মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

এ সংক্রান্ত শেষ ধাপের আলোচনা চলছে বাংলা উইকিপিডিয়ায়। মতামত দিতে পারবেন এই ঠিকানায়: https://bn.wikipedia.org/s/erjy

উইকিবার্তা
Translate »
Share This