উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ বা ওপেন অ্যাক্সেস সপ্তাহ হলো উন্মুক্ত প্রবেশাধিকার, এবং সংশ্লিষ্ট বিষয়ের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার লক্ষ্যে একটি বার্ষিক পাণ্ডিত্যপূর্ণ যোগাযোগের ঘটনা বা ইভেন্ট। বিশ্বব্যাপী বিভিন্ন স্থানে অক্টোবরের শেষ সপ্তাহব্যাপী অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই এ-সপ্তাহ উদযাপিত হয়। এবছর ২১–২৭ অক্টোবর বিশ্বব্যাপী উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ পালিত হয়।

এ উপলক্ষ্যে বিভিন্ন ভাষার উইকিপিডিয়ায় পাশাপাশি বাংলা উইকিপিডিয়ায় অনলাইন এডিটাথন আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য “কার জন্য উন্মুক্ত? উন্মুক্ত জ্ঞানে সমতা” (“Open for Whom? Equity in Open Knowledge”)। এ কার্যক্রমে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী সদস্য মহীন রীয়াদ বাংলা উইকিপিডিয়ায় সংগঠক হিসেবে কাজ করছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (২৭ অক্টোবর) এডিটাথনের মাধ্যমে প্রায় ৬৬টি নিবন্ধ তৈরি হয়েছে।

উইকিবার্তা
Translate »
Share This