
চাঁদপুরে বাংলা উইকিপিডিয়ার প্রথম কর্মশালার স্থিরচিত্র। ছবি: আব্দুল গণি, সিসি-বাই-এসএ ৪.০
উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্পসমূহের প্রচার ও প্রসার এবং এর ব্যবহার ও তথ্য নিবন্ধন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে দেশের একাধিক জেলায় উইকিপিডিয়া কর্মশালা ও শিক্ষাবিষয়ক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উইকিপিডিয়ায় নিবন্ধ সম্পাদনা, ছবি যোগকরণ এবং এই কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বাগেরহাট

উইকিপিডিয়া কর্মশালা ২০১৯, বাগেরহাট। ছবি: উইকিমিডিয়া বাংলাদেশ, সিসি-বািই-এসএ ৪.০
৯ জুলাই বাগেরহাটে সামছউদ্দীন-নাহার ট্রাস্টের আয়োজনে দিনব্যাপী দুটি উইকিপিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রথম কর্মশালাটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে উইকিপিডিয়া বিষয়ক সচেতনামূলক ও দ্বিতীয় কর্মশালাটি পেশাজীবীদের নিয়ে উইকিপিডিয়ায় অবদানের বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালাটি উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে পরিচালনা করেন শাবাব মুস্তাফা, নাহিদ সুলতান ও আরকে হান্নান সুফি।
প্রথম ধাপে, উদ্দিপন বদর সামছু বিদ্যানিকেতনের ৬০ জন শিক্ষার্থী এবং বিকেলে দ্বিতীয় ধাপে বিভিন্ন পেশাজীবী ও গনমাধ্যমকর্মীরা অংশ নেয়। কর্মশালায় উইকিপিডিয়ার ব্যবহার, বাগেরহাট জেলার তথ্য নিবন্ধন সম্পর্কে শিক্ষার্থী ও পেশাজীবীদের প্রশিক্ষন প্রদান করা হয়।
চাঁদপুর
২৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উইকিমিডিয়া বাংলাদেশের সহযোগিতায় ও চাঁদপুর উইকিপিডিয়া সম্প্রদায়ের আয়োজনে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক উপসচিব মোহাম্মদ শওকত ওসমানসহ অনেকে। এছাড়া, উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে ছিলেন শাবাব মুস্তাফা, নাহিদ সুলতান, তানভীর মোরশেদ। চাঁদপুর উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে দেলোয়ার হোসাইন কর্মশালাটি আয়োজনে সহযোগিতা করেন।
কর্মশালায় চাঁদপুর জেলার ৪৬ জন আইটিপ্রিয় তরুণ-তরুণী অংশ নেন। বক্তারা কর্মশালায় প্রশিক্ষণলব্দ জ্ঞান দিয়ে চাঁদপুর জেলার ইতিহাস ও ঐতিহ্য মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় তুলে ধরার আহবান জানান।
ঢাকা

নটর ডেম কলেজে অনুষ্ঠিত কর্মশালার অংশগ্রহণকারীগণ। ছবি: উইকিমিডিয়া বাংলাদেশ, সিসি-বাই-এসএ ৪.০
ঢাকার নটর ডেম কলেজে গত ২ অক্টোবর, বুধবার ‘নটর ডেম রোটার্যাক্ট ক্লাব’-এর সহযোগিতায় উইকিপিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কলেজটির প্রায় ১০০জন শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে কর্মশালাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাহিদ সুলতান, নির্বাহী পরিষদের সদস্য অংকন ঘোষ দস্তিদার এবং কোষাধ্যক্ষ তানভির মোর্শেদ।
উইকিপিডিয়া আড্ডা
দেশের বিভিন্ন স্থানে উইকিপিডিয়া অবদানকারীদের আড্ডা বা মিটআপ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই ও ১৮ অক্টোবর ঢাকায় দুটি এবং ২৭ সেপ্টেম্বর চট্টগ্রামে একটি আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় অংশগ্রহণ করে উইকিপিডিয়া অবদানকারীগণ সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আলোচনা ছাড়াও অভিজ্ঞতা বিনিময় ও উইকিমিডিয়া প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।