উইকিমিডিয়া ফাউন্ডেশনের অ্যাফিলিয়েশন কমিটি নিচের ব্যবহারকারী দলগুলোকে সাম্প্রতিক সময়ে এক বছরের জন্য নবায়নযোগ্য হিসেবে অনুমোদন দিয়েছে:
- ৪ অক্টোবর: নর্থ-ওয়েস্ট রাশিয়া উইকি-হিস্টোরিয়ান্স ব্যবহারকারী দল
- ২৫ সেপ্টেম্বর: উইকিমিডিয়া স্টুয়ার্ডস ব্যবহারকারী দল, উইকিমিডিয়ান্স অব সেন্ট পিটার্সবার্গ ব্যবহারকারী দল, উইকিমিডিয়ান্স অব সাঁওতালি ব্যবহারকারী দল
- ১ আগস্ট: হাউসা উইকিমিডিয়ান্স ব্যবহারকারী দল, ইয়োরুবা উইকিমিডিয়ান্স ব্যবহারকারী দল
- ২৭ জুলাই: উইকিপিডিয়ান্স অব গোয়া ব্যবহারকারী দল
- ২৬ জুলাই: উইকিমিডিয়ান্স অব দ্য ক্যারিবিয়ান ব্যবহারকারী দল
এছাড়াও গত ২৫ জুলাই ‘উইকিমিডিয়া মেডিসিন’ নতুন উইকিমিডিয়া থিমেটিক সংস্থা হিসেবে স্বীকৃত হয়। উল্লেখ্য, উইকিমিডিয়ার “অ্যাফিলিয়েশন কমিটি” সংক্ষেপে অ্যাফকম বিভিন্ন অঞ্চলে উইকিমিডিয়ার শিক্ষামূলক কাজ প্রচার ও প্রসারের জন্য বিভিন্ন অঞলে আবেদনের ভিত্তিতে এগুলোর অনুমোদন দিয়ে থাকে।