মাসুম আল হাসান। ছবি: নাহিদ হোসেন, সিসি-বাই-এসএ ৪.০

বাংলা উইকিপিডিয়ার ১১ সদস্যের প্রশাসক দলে যুক্ত হলেন মাসুম আল হাসান। মাসুম ২০১৩ খ্রিষ্টাব্দ থেকে উইকিপিডিয়ায় অবদান রাখছেন। তিনি বাংলা উইকিপিডিয়া ছাড়াও উইকিমিডিয়া কমন্স, উইকিডাটা, ইংরেজি উইকিপিডিয়া, উইকিভ্রমণে মূলত কাজ করেন। বর্তমানে তাঁর বৈশ্বিক সম্পাদনা সংখ্যা প্রায় ২৫ হাজার এবং বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা সংখ্যা প্রায় ৯ হাজার।

উইকিপিডিয়ায় নিবন্ধ তৈরি ও মানোন্নয়ন ছাড়াও ধ্বংসপ্রবণতা রোধে এবং বিভিন্ন প্রতিযোগিতায় পর্যালোচক/সমন্বয়ক হিসেবে বিভিন্নভাবে অবদান রেখে আসছেন তিনি।

মাসুম আল হাসানের জন্ম বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায়। সরকারি আজিজুল হক কলেজে এইচএসসি পাশ করে উচ্চশিক্ষা গ্রহণের জন্য তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। এই বিভাগ থেকে স্নাতক ডিগ্রী লাভ করে, বর্তমানে পেশাগত জীবনে ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে কাজ করছেন।

বাংলাদেশে উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় চ্যাপ্টার, উইকিমিডিয়া বাংলাদেশের সাথে ৫ বছরেরও বেশি সময় ধরে সক্রিয়ভাবে যুক্ত আছেন। বর্তমানে চ্যাপ্টারের নির্বাহী সদস্য হিসেবে কাজ করছেন। তিনি রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাদের একজন।

উইকিবার্তা
Translate »
Share This