সম্প্রতি উইকিমিডিয়া ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টির সদস্যগণ থাইল্যান্ড উইকিমিডিয়া সম্প্রদায় ও কলম্বিয়ার উইকিমিডিয়া সম্প্রদায়কে উইকিমিডিয়ার অফিসিয়াল চ্যাপ্টার হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত ১৪ জুন (২০১৯) উইকিমিডিয়ার ট্রাস্টি বোর্ডের এক সভায় রেজোলিউশন পাশ করে এ দুটি ‘ইউজারগ্রুপ’ বা ব্যবহারকারী দলকে উইকিমিডিয়ার অফিসিয়াল চ্যাপ্টার হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
চ্যাপ্টার স্ট্যাটাস পাওয়ার পর এখন তারা স্থানীয়ভাবে উইকিপিডিয়া ও এর সহ-প্রকল্প সমূহের প্রচার ও প্রসারে কাজ করার আইনগত বৈধতা লাভ করল। স্থানীয়ভাবে এখন তারা ‘উইকিমিডিয়া থাইল্যান্ড’ ও ‘উইকিমিডিয়া কলম্বিয়া’ নামে কাজ করবে। উল্লেখ্য, ২০১১ খ্রিস্টাব্দের ৩ অক্টোবর উইকিমিডিয়া বাংলাদেশ এ অনুমোদন লাভ করেছিল।
অন্যদিকে, উইকিমিডিয়া অ্যাফিলিয়েশন্স কমিটি (অ্যাফকম) নতুন করে ৪টি ইউজার গ্রুপকে দাপ্তরিক অনুমোদন দিয়েছে। প্রতিটি ইউজার গ্রুপ ১ বছরের নবায়নযোগ্য মেয়াদে অনুমোদন পেয়েছে। ইউজার গ্রুপগুলো হলো:
- উইকি মুভমেন্ট ব্রাজিল ইউজারগ্রুপ
- চাদ উইকিমিডিয়া ইউজারগ্রুপ
- বেনিন উইকিমিডিয়া ইউজারগ্রুপ
- উইকি ক্লাসিকস ইউজারগ্রুপ