
ছবি প্রতিযোগিতার সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি ও আয়োজকদের সাথে বিজয়ীগণ।
সম্প্রতি উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ২০১৮ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ‘উইকি লাভস মনুমেন্টস’ এবং ‘উইকি লাভস আর্থ’ ছবি প্রতিযোগিতা দুটির বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়। ২০১৯ খ্রিস্টাব্দের ১৮ মে, শনিবার, ঢাকার শিক্ষা প্রকল্প ও উন্নয়ন গবেষণা ফাউন্ডেশন (ফ্রেপড) মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন সক্রিয় অধিকারকর্মী ও বিশ্বখ্যাত আলোকচিত্রী তাসলিমা আখতার।
উল্লেখ্য, গত বছর অনুষ্ঠিত বৈশ্বিক এ দুটি প্রতিযোগিতায় বাংলাদেশের ৪টি ছবি ‘উইকি লাভস মনুমেন্টস’ ও ৩টি ছবি ‘উইকি লাভস আর্থ’ প্রতিযোগিতার আন্তর্জাতিক বিজয়ী তালিকাতে স্থান লাভ করে।
চলতি বছর জুন মাসে ‘উইকি লাভস আর্থ ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে যা ফলাফলের জন্য অপেক্ষমান রয়েছে। এছাড়া, সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস ২০১৯’।
দুটি প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তরা হলেন, আব্দুল মোমিন, আজিম খান রনি, আশরাফুল ইসলাম শিমুল, অপু জামান, শাহেনশাহ বাপ্পী, সৈয়দ সাজিদুল ইসলাম, পল্লব কবির, শাহরিয়ার আমিন ফাহিম, নাজমুল হাসান খান ও এমদাদ হোসাইন।