
২০১৯ খ্রিস্টাব্দের মে মাসে বাংলা উইকিপিডিয়ায় বেশিবার দেখা হয়েছে এমন ১০টি নিবন্ধ।
চলতি বছর (২০১৯) ৩০ মে থেকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার পর মে মাসে বিষয়ভিত্তিক নিবন্ধগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেখা হয়েছে ‘২০১৯ ক্রিকেট বিশ্বকাপ’ পাতাটি। জীবনীসহ অন্যান্য সকল নিবন্ধ মিলিয়ে মে মাসে সবচেয়ে বেশিবার দেখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পাতাটি।
বাংলা উইকিপিডিয়ার ট্রাফিক ও সাইট ভিজিট পর্যালোচনা করে দেখা যায় গত এপ্রিল ও মে মাসে বাংলা উইকিপিডিয়া দৈনিক গড়ে প্রায় ৭ লক্ষবার পরিদর্শন করা হয়েছে। তবে জুনের ট্রাফিক বিশ্লেষণে দেখা যায় দৈনিক পরিদর্শনের পরিমাণ প্রায় ১ লক্ষ কমে গেছে।
অতীতের বিভিন্ন পরিসংখ্যান ও উপাত্ত বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সরকারি ছুটির দিনে বিশেষ করে ঈদের ছুটিতে বাংলা উইকিপিডিয়া পরিদর্শনের সংখ্যা কিছুটা কম হয়। চলতি বছর জুনে ঈদ-উল-ফিতরে লম্বা বন্ধ থাকায় ও মানুষ শহর ছেড়ে গ্রামে চলে যাওয়ায় সাইট পরিদর্শনের সংখ্যা কিছুটা কম হয়েছে। তবে জুন মাসে সবচেয়ে বেশিবার ভিজিট হয়েছে ২০ জুন মোট ৮,৪৫,৩৪৬ বার।
মাইলফলক অর্জন:
এপ্রিল
- উইকিপিডিয়ার সব ভাষা সংস্করণের নিবন্ধের মোট সংখ্যা ৫ কোটির মাইলফলক স্পর্শ করেছে।
- পশ্চিম আর্মেনীয় ভাষায় নতুন উইকিপিডিয়া (https://hyw.wikipedia.org) চালু হয়েছে।
- আরবি উইকিপিডিয়া ৮ লক্ষ নিবন্ধের মাইলফলক স্পর্শ করেছে।
মে
- মেসিডোনীয় উইকিপিডিয়া ১ লক্ষ নিবন্ধের মাইলফলক স্পর্শ করেছে।
- অসমীয় উইকিসংকলন ১০ হাজার পাতার মাইলফলক স্পর্শ করেছে।
- পশতু উইকিপিডিয়া ১০ হাজার নিবন্ধের মাইলফলক স্পর্শ করেছে।
- চীনা উইকিসংবাদ ১০ হাজার নিবন্ধের মাইলফলক স্পর্শ করেছে।
জুন
- বসনীয় ও আফ্রিকান উইকিপিডিয়া ৮০ হাজার নিবন্ধের মাইলফলক স্পর্শ করেছে।
- সুদানী উইকিপিডিয়া ৫০ হাজার নিবন্ধের মাইলফলক স্পর্শ করেছে।
- বাংলা উইকিভ্রমণ ১ হাজার নিবন্ধিত ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে।