
২০১৮ খ্রিস্টাব্দের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত উইকিমিডিয়া ফাউন্ডেশন যেসব দেশ থেকে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংক্রান্ত অনুরোধ পেয়েছে।
উইকিমিডিয়া ফাউন্ডেশন মুক্ত জ্ঞান নিয়ে কাজ করছে এবং তাদের কাজের অন্যতম একটি বিশেষত্ব হলো সমস্ত কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা। এরই ধারাবাহিকতায় ২০১৮ খ্রিস্টাব্দের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ফাউন্ডেশনের কাছে যেসব অনুরোধ এসেছে, ফাউন্ডেশন তার একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
এর আগে প্রথম ছয় মাসের একটি প্রতিবেদন প্রকাশ করে উইকিমিডিয়া ফাউন্ডেশন। ২০১৮ খ্রিস্টাব্দের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ফাউন্ডেশন উইকিপিডিয়া প্রকল্পের বিষয়বস্তু অপসারণ বা পরিবর্তনের মোট ৪৯২টি অনুরোধ পেয়েছে। ফাউন্ডেশন সবগুলো অনুরোধ প্রত্যাখান করেছে।
একই সময়ের মধ্যে ফাউন্ডেশন ৫টি ডিএমসিএ বা কপিরাইট লঙ্ঘন সংক্রান্ত অনুরোধ পেয়েছে যার মধ্যে একটিও গ্রহণ করা হয়নি। এছাড়া, একই সময়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চেয়ে তারা ২৪টি অনুরোধ পেয়েছে যার মধ্যে ৪টি অনুরোধে তারা সাড়া দিয়েছে।
উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্বচ্ছতার প্রতিবেদন পাওয়া যাবে এখানে: https://transparency.wikimedia.org