উইকিবার্তায় লিখুন…

আপনি যদি উইকিপিডিয়া সম্পাদনার সাথে পরিচিত? কিংবা উইকিমিডিয়া ফাউন্ডেশনের কোনো প্রকল্পে সক্রীয়? তাহলে আপনিও লিখতে পারেন উইকিবার্তায়। উইকিবার্তা, উইকিমিডিয়া বাংলাদেশের একটি পাক্ষিক অনলাইন পত্রিকা – যা মূলত উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রকল্পসমূহ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশন করে।

উইকিপিডিয়া থেকে শুরু করে উইকিমিডিয়ার যেকোনো প্রকল্প নিয়ে লেখা প্রবন্ধ, সংবাদ কিংবা আপনার ভাবনা পাঠান আমাদের কাছে। বিষয় হতে পারে আঞ্চলিক, জাতীয়, আন্তর্জাতিক, কিংবা উইকিবার্তার নতুন কোনো বিভাগ সম্পর্কিত ভাবনা। উইকি-সম্পর্কিত কার্যক্রম আয়োজন নিয়ে লেখাও পাঠাতে পারেন। কোনো প্রতিযোগিতা নিয়ে আপনার অভিজ্ঞতা, বর্তমান বিভাগ সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন আমাদের। যাচাই-বাছাই শেষে আপনার লেখা প্রকাশিত হবে উইকিবার্তার পরবর্তী সংখ্যায়।

লেখার সাথে আপনার নাম যুক্ত করবেন এবং বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক ছবি/ছবির লিঙ্ক (যথাযথ লাইসেন্সের অধীন) যুক্ত করতে পারেন, ক্যাপশনসহ।

লেখা পাঠাবার ঠিকানা: wikibarta@wikimedia.org.bd

লেখা পাঠাতে পারবেন যেকোনো সময়েই। প্রকাশিতব্য পরবর্তী সংখ্যার জন্য সেই লেখা বিবেচিত হবে।

উইকিবার্তা
Translate »
Share This